
১. বাংলাদেশ ক্রিকেট তথা আন্তর্জাতিক ক্রিকেটের (সারা বিশ্বের) সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান→মোঃ আশরাফুল এবং এখন পর্যন্ত তার এ রেকর্ড অক্ষত আছে।
২. বাংলাদেশ দলকে এখন পর্যন্ত ১৩ জন কোচের হাতে দেয়া হয়েছে,সর্বশেষ ১৩ তম হাতুরেসিংহে এখন পর্যন্ত সফল।
৩ .বাংলাদেশ দল এখন পর্যন্ত ৫ টি বিশ্বকাপে অংশগ্রহন করেছে (১৯৯৯,২০০৩,২০০৭,২০১১,২০১৫)
আলোচিত সফলতা ২০১৫ বিশ্বকাপ।
৪. টেষ্টে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ৬৩৮ বনাম শ্রীলঙ্কা |
৫. ৩ জন ডাবল সেঞ্চুরিয়ান রয়েছেন আমাদের।
প্রথম মুশফিকুর রহিম (200) বনাম শ্রীলঙ্কা ২০১৩,
দ্বিতীয় বস তামিম ইকবাল (২০৬) বনাম পাকিস্তান ২০১৫,
তৃতীয় সাকিব আল হাসান (২১৭) বনাম নিউজিল্যান্ড ২০১৭,
এর মধ্যে তামিম ইকবালই রয়েছেন যিনি দেশের মাটিতে ডাবল সেঞ্চুরি করেন।
৬. সর্বোচ্চ বিশ্বকাপ খেলা তিনজন সিনিয়রই এখনো দলের প্রধান ভরসা হিসেবে রয়েছেন (তামিম,সাকিব,মুশফিক).
৭. শততম টেষ্ট খেলে শ্রীলংকার বিপক্ষে ম্যান অফ দ্যা ম্যাচ হন তামিম ইকবাল
৮. তিন ফরম্যাটে সর্বোচ্চ রান এবং সেঞ্চুরির মালিক তামিম ইকবাল।
১০. প্রথম টেষ্ট অধিনায়ক →নাঈমুর রহমান দুর্জয়।
১১. বাংলাদেশ দলের বেশির ভাগ খেলোয়ারই ফুটবল প্রেমী,এমনকি সাকিবের বাবা নিজেই একজন ফুটবলার ছিলেন এবং সাকিব নিজেও চেয়েছিলেন ফুটবলার হতে।
১২. আমাদের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় প্রেম করেছেন তামিম ইকবাল (৮ বছর) এবং তার সম্পর্কটাই এখন পর্যন্ত দীর্ঘ সম্পর্ক। এমনকি তিনি জাতীয় দলে চান্স পাবার পর প্রথম বেতনের টাকা দিয়েই মালেয়শিয়া গিয়েছিলেন প্রেমিকার সাথে দেখা করতে। আমার মতে তার স্ত্রী সবার মধ্যে সেরা স্ত্রী।
১৩. সবচেয়ে দীর্ঘ সময় ক্রিকেট খেলে জাতীয় দলে চান্স পাওয়া ক্রিকেটার আরাফাত সানি (১৬ বছর) তবে মতান্তরে সামান্য কম বেশি হতে পারে।
১৪. তবে রেকর্ডের দিক থেকে সাকিবের আশে পাশে কেউই নেই।
১৫. বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভাল বন্ধুত্ব তামিম – সাকিবের। অথচ তামিমের বিয়েতে সাকিব আসতে পারেননি কিন্তু সর্বপ্রথম ফোন কলটি দিয়ে সাকিবই তামিমকে শুভ কামনা জানিয়েছিলেন।সবচেয়ে মজার ঘটনা হলো সাকিবের একবছর পর তামিম বিয়ে করেন এবং তামিমের বিয়েতে প্রায় ৩ কোটি টাকা খরচ করেন যা সাকিবের চেয়ে বেশি তাই প্রতিশোধ হিসেবে সাকিব আবার পরের বছর নিজের বউকেই বিয়ে করেন তামিমের ৩ কোটির রেকর্ড ছাড়িয়ে যাবার জন্য।
