
বেশ কিছু দিন ধরেই শুরু হয়েছে রশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু এই প্রস্তুতি ক্যাম্পে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তার প্রস্তুতি ক্যাম্পে না থাকাটা নতুন কিছু নয়। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর এশিয়া কাপের প্রস্তুতিতেও অনুপস্থিত সাকিব।
পবিত্র হজ পালন করে বাংলাদেশে এসেও ফিরে গেছে স্ত্রী ও মেয়ের কাছে যুক্তরাষ্ট্রে। সেখান থেকে সরাসরি আরব আমিরাতে গিয়ে দলের সাথে যোগ দিবেন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলছেন, এবার নাকি ব্যক্তিগত জরুরী কাজের কারণেই ছুটি দেয়া হয়েছে সাকিবকে।
আসন্ন এশিয়া কাপের জন্য মিরপুরে চলছে এশিয়া কাপের প্রস্তুতি। সাকিব ছাড়া স্কোয়াডের সকলেই আছেন এখানে। কোচিং স্টাফের সঙ্গে আলোচনায় উঠে আসছে নতুন-নতুন দুর্বলতা। রোডস-ম্যাকেঞ্জিরা শিষ্যদের শিখিয়ে দিচ্ছেন নতুন টেকনিক উন্নতির লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন সবাই।
পরিকল্পনার বড় অংশে থাকা সাকিব ছুটি নিয়ে আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। টুর্নামেন্ট বা কোন সিরিজ শুরুর আগে সাকিবের এমন ছুটি নতুন নয়, তাই খুব বেশি চোখে লাগে না সবার কাছে।
তবে প্রশ্ন থেকেই যায় বিসিবি কি সত্যি সাকিবের ছুটি প্রসঙ্গে যথেষ্ট ঢিলেঢালা?
