এই মুহুর্তে আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাদের লক্ষ একটাই শিরোপা জয় করা। আজ প্রথম দিনের অনুশীলন শেষ করে এমনটাই বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদেও পাশে চেয়েছেন সাকিব। তারা যেন মাঠে এসে ক্রিকেটারদের সমর্থন ও শক্তি যোগায়।

আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেন মাশরাফি, মুশফিক ও সাকিবরা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই অনুশীলন করে টাইগাররা।

সাকিব আল হাসান বলেন, ‘আমারা শিরোপা জিততেই এখানে এসেছি। কিন্তু আমার এও জানি, সেটা কতটা কঠিন। আমরা সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজ হেরেছি। হংকংও তাদের সামর্থ্য প্রমাণ করেছে। তাইতো কোন প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছি না। এখানে প্রচুর বাংলাদেশি আছেন। তারা আমাদেরর সমর্থন দিতে মাঠে আসবেন। যা আমাদের আলাদা অনুপ্রাণিত করবে।’

দুবাইয়ের কন্ডিশনের কথা মাথায় রেখে ৯ সেপ্টেম্বর দুবাই যায় ১৪ সদস্যের বাংলাদেশ দল।  ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তামিম ইকবাল এবং রুবেল হোসেন। ভিসা পেয়ে যাওয়ায় আজ (১১ সেপ্টেম্বর) রাতে দেশ ছেড়েছে রুবেলে। তবে তামিমের সমস্যার সমাধান এখনো হয়নি।