এশিয়া কাপে সর্বোচ্চ স্ট্রাইক রেটের দিক থেকে চার নম্বরে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

এশিয়া কাপে সেরা স্ট্রাইক রেটের দিক থেকে সেরা ১০ লিস্টে একমাত্র বাংলাদেশী হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। ১নং এ রয়েছেন পাকিস্থানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

চলুন একনজরে এশিয়া কাপের সেরা স্ট্রাইক রেটের ১০ জনের তালিকা দেখে নেই।

  1. ২৩ ম্যাচ খেলে ১৪০.৭৪ স্ট্রাইক রেট নিয়ে ১ নং এ রয়েছেন পাকিস্থানের শহীদ আফ্রিদি।
  2. ২৩ ম্যাচ খেলে ১১৩.৯৫ স্ট্রাইক রেট নিয়ে ২য় স্থানে রয়েছেন ভারতের শুরেশ রায়না।
  3. ১৩ ম্যাচ খেলে ১১৩.৮৭ স্ট্রাইক রেট নিয়ে ৩নং এ রয়েছেন ভারতের বিরেন্দ্রর শেওয়াগ।
  4. ৯ ম্যাচ খেলে ১১০.৩১ স্ট্রাইক রেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
  5. ২৫ ম্যাচ খেলে ১০২.৫২ স্ট্রাইক রেট নিয়ে ৫ নং এ আছেন শ্রীলংকার সানাথ জয়সুরিয়া।
  6. ১৪ ম্যাচ খেলে ১০০.৫৫ স্ট্রাইক রেট নিয়ে ৬ নং এ রয়েছেন পাকিস্থানের ইউনুস খান।
  7. ১২ ম্যাচ খেলে ৯৯.৪১ স্ট্রাইক রেট নিয়ে ৭ম স্থানে আছেন পাকিস্তানের উমর আকমল।
  8. ৬ ম্যাচ খেলে ৯৯.৩৩ স্ট্রাইক রেট নিয়ে ৮ম স্থানে আছেন পাকিস্থানের নাসির জামসেদ।
  9. ১১ ম্যাচ খেলে ৯৭.১৪ স্ট্রাইক রেট নিয়ে ৯ম স্থানে রয়েছেন ভারতের ভিরাট কোহলী।
  10. ১২ ম্যাচ খেলে ৯৫.০৪ স্ট্রাইক রেট নিয়ে ১০ নং এ আছেন পাকিস্থানের শোয়েব মালিক।