
আগামীকাল থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। এই আসরের প্রথম ম্যাচেই শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশকে সুখবর বিসিবি’র প্রধান নির্বাহী দিলো নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান এশিয়া কাপের প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব আল হাসান।

সাকিবের ফিটনেস নিয়ে আশার কথা বলেছেন তিনি। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ম্যাচ খেলার জন্য সাকিব যথেষ্ট ফিট আছেন বলেই জানিয়েছেন বিসিবি সি.ই.ও।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিব অবশ্যয় খেলবে। সাকিবের ফিটনেস নিয়ে মেডিকেল ডিপার্টমেন্ট ফলোআপ করছেন। সাকিবের না খেলার তথ্য আমার কাছে নেই। যদি ফিটনেসের কোনো সমস্যা থাকতো তাহলেতো টিম ম্যানেজমেন্ট আমাদের জানাতোই।’
