আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এটি এশিয়া কাপের ১৪তম আসর। আর প্রথম ম্যাচে বাংলাদেশের মুখমুখি হবে শ্রীলংকা। এদিকে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের দুই বছরের অর্জন গুলো দেখানোর সুযোগ হিসেবে নিয়েছেন এই টুর্নামেন্টকে।

দুবাই অবস্থানরত সাকিব বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগে খেলেছি, যদিও সেটি টি টুয়েন্টিতে। তবে অবশ্যই আমরা তাদের খেলার কৌশল জানি এবং এটাও জানি যে তারা সীমিত ওভারের ক্রিকেটে বিপদজনক।’

সাকিব আরো বলেন, ‘এটি মোটেই সহজ টুর্নামেন্ট হবে না। তবে একই সময়ে এটি আমাদের প্রতিভা প্রদর্শনের এবং গত দুই তিন বছরে আমরা কতদূর এগিয়েছি তা দেখানোর একটি সুযোগ।’