
এই বছর পবিত্র হজ পালন করে আসলেন সাকিব আল হাসান। হজ শেষ করে এখন এশিয়া কাপ খেলছে। এশিয়া কাপ খেলার জন যখন দুবাই আসল তখন দেখা গেলো সাকিবের মুখে দাড়ি। সকলের মনে একটিই প্রশ্ন তাহলে কি দাড়ি রেখেই দিবে সাকিব।
ঠিক তখনি সাকিবের এক ভক্ত ফেসবুকে পোষ্ট করে তাকে দাড়ি রাখার জন্য অনুরোধ করে। পাঠকদের জন্য সেই পোষ্টটি তুলে ধরা হলো।
সাকিব ভাই একটা অনুরোধ রইল প্রিয় নবীর সুন্নাত দাড়ি টা রেখে দিন। সেখানে আর ক্ষুর লাগায়েন না।
বিশ্বাস করেন কসম করে বলছি দাড়ি তে আপনাকে অনেক সুন্দর লাগে। তাও যদি কোনো সন্দেহ থাকে তাহলে দর্শক দের মতামত নিয়ে দেখতে পারেন।
তাছাড়া আপনি আপনার প্রিয় আম্মু কেও জিগাসা করে দেখতে পারেন। আর আপনার প্রতি আমাদের আগে থেকেই আল্লাহর রহমতে শ্রদ্ধা আছে কিন্তু এখন তা আরো বেড়ে গেছে।
আমি আশা করি আপনি বিষয় টি বিবেচনা করে দেখবেন।
হাশিম আমলা, মঈন আলী, আদিল রশিদ, ইমরান তাহির, উনাদের মতো আপনাকেও আমরা দেখতে চাই।
