
বাংলাদেশ ক্রিকেট দল যখন আফগানিস্তানকে মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে ঠিক সেই সময় দেশে ফিরিছে সাকিব। আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই দেশে আসতে হচ্ছে সাকিবকে।
আর সাকিবের দেশে আসার পেছনে কারণ রয়েছে মেয়ের অসুস্থতা। দুবাইতে বাবা-মায়ের সাথে টিম হোটেলে রয়েছে সাকিবকন্যা আলাইনা হাসান অব্রি। সেখানে অসুস্থ হয়ে পড়ায় তাকে দেশে রেখে যেতেই ফিরতে হচ্ছে সাকিবকে।
সাকিবের দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন তার এজেন্ট ‘এন নাইন’। সাকিবের দেশে আসার বিষয়ে জানতে চাওয়া হলে এন নাইনের পক্ষ থেকে জানানো হয়, “আলাইনা (সাকিবকন্যা) অসুস্থ হয়ে পড়েছে। যার ফলে তাকে দেশে রাখতে এক প্রকার বাধ্য হয়েই মঙ্গলবার উনাকে (সাকিব) ঢাকা ফিরতে হচ্ছে।”
বুধবার স্থানীয় সময় অনুযায়ী বিকাল ৪টায় (বাংলাদেশ সময়ানুযায়ী সন্ধ্যা ৬.৩০ মিনিট) বাংলাদেশের উদ্দেশে বিমান ধরার কথা রয়েছে সাকিবের।
তবে দেশে এসে আবার কবে দুবাইয়ের উদ্দেশে রওনা দিবে? এই বিষয়ে জানতে চাওয়া হলে নিশ্চিত ভাবে জানা জায়নি। তবে ১৯ কি ২০ তারিখ দুবাইয়ের উদ্দেশে দেশ ত্যাগ করতে পারে।
