“””সাকিবের রেকর্ড গুলো আরো একবার তুলে ধরলাম।

“”বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি জয়ের অবদান সাকিব আল হাসানের।

“”দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান।

“”দেশের হয়ে সবচেয়ে বেশি সিরিজ সেরা সাকিব আল হাসান।

“”ওয়ানডে ক্রিকেটের দেশের দ্রুততম সেঞ্চুরিটি সাকিবের দখলে ও দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটিও সাকিবের দখলে।

“”দেশের একমাত্র ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা বোলার হয়েছেন সাকিব।(২০০৯)

“”দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-২০ তে বিশ্বের ২য় বোলার ও টেস্ট ক্রিকেটে র‍্যাংকিংয়ে সেরা দশে ছিলেন সাকিব।

‘”দেশের একমাত্র ক্রিকেটার হিসাবে ৩ ফর্মেটেই বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসান।

“”টেস্ট ও টি-২০ ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের,ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়।

“”দেশের হয়ে তিন ফর্মেটেই দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের।

“”দেশের হয়ে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান সাকিব আল হাসানের দখলে।

“”দেশের হয়ে দেশের বাহিরে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

“”সাকিবের নেতৃত্বে প্রথমবারের বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ।

“”ওয়ানডে ক্রিকেটে দেশের দ্বিতীয় সফল ক্যাপ্টেন সাকিব আল হাসান।

“”টি-২০ ক্রিকেটে ঘরোয়া ও আন্তজাতিক মিলে বিশ্বের বামহাতি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের।

“”ইয়ান বোথাম ও ইমরান খানের পর বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে একই টেস্টে ১০ উইকেট ও সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব।

‘” বিশ্বের চতুর্থ ক্রিকেটার সাকিব আল হাসান সব টেস্ট খেলুড়ি দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

“”দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১৭ বার ৫ উইকেট ও ২ বার ১০ উইকেট নিয়েছেন সাকিব।

“”দেশের বাহিরে এই পর্যন্ত ৪ টি টেস্ট জিতেছে,দুটি সিরিজেই সিরিজ সেরা সাকিব আল হাসান।

“”দেশের বাহিরে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে দেশের হয়ে সিরিজ সেরা হয়েছেন সাকিব।

“”দেশের বাহিরে প্রথম টেস্ট সিরিজ জয়ে দেশের হয়ে সিরিজ সেরা সাকিব।

“”দেশের ১০০ তম টেষ্ট সিরিজে দেশের হয়ে সিরিজ সেরা সাকিব।

“”প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের দলকে ফাইনালে নেন সাকিব (২০০৯)।

সাথে সিরিজ সেরা।

“”প্রথমবারের মতো দেশকে এশিয়াকাপের ফাইনালে নেন সাকিব।

সাথে কোহলী,টেন্ডুলকার,মিসবাহ, মাহেলা,সাংগাদের পিছনে ফেলে টুর্নামেন্ট সেরা হন সাকিব।

“”নিউজিল্যান্ডকে প্রথমবার বাংলাওয়াশের নায়ক সাকিব।

সাথে সিরিজ সেরা।

“”ওয়ানডে ক্রিকেটে তামিমের পর সবচেয়ে বেশি সেঞ্চুরি সাকিবের।

“”ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে ১০০ এর উপরে ওয়ানডে খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গড় সাকিবের।

বোলিংয়ে সবচেয়ে কিপটে বোলার সাকিব।

“”টেস্ট ক্রিকেটে ৩০ এর উপরে টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গড় সাকিবের।