
এই বছর পবিত্র হজ পালন করেছেন সাকিব আল হাসান। হজ শেষে রেখে দিয়েছেন দাড়ি। আর পোশাক পড়ছেন জোব্বা পাঞ্জাবি। যেটি হাশিম আমলাকেও পরতে দেখায় যায়, সাথে মাথায় টুপি।

দক্ষিণ আফ্রিকার মুসলিম ক্রিকেটার হাসিম আমলা। মুখভর্তি লম্বা চাপ দাড়ি আর মাথা কামানো। বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ। ক্রিকেটীয় পার্ফরমেন্সের সাথে অসাধারণ ব্যক্তিত্বের আমলা মন জয় করেছেন কোটি প্রাণের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের এই পোস্ট শেয়ার করে অনেকে লিখছেন “গরীবের হাশিম আমলা সাকিব আল হাসান।” আর রীতিমত ভাইরাল হয়ে গেছে সাকিবের এই সব ছবি।

