মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে ফিরে আসছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের সাথে খেলছেনা সাকিব। এমন ভিত্তিহিন খবরে ক্ষোভ প্রকাশ করেছে বিসিবি।

সাকিব দেশে আসছেনা আর তার মেয়েও সুস্থ আছে। সাকিবের নামে যেই নিউজ হয়েছে সেটি ভুয়া নিউজ। আফগানিস্তানের সাথে খেলবে সাকিব।

পাশাপাশি সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাকিবের মেয়ে সুস্থ আছে। আর সে দেশেও ফিরছে না। যারা এমন সংবাদ করে তাদের শোকজ করা উচিৎ।