আজ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলদেশ। বাচা মরার এই ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানে সাকিব বলেন আফগানিস্তানের দিকে না তাকিয়ে আমরা আমাদের খেলাটা খেলতে পারলেই এই ম্যাচ জয় পাবো।:

সাকিব আরো বলেন ,’আফগানদের পারফর্মেন্স না দেখে নিজেদের পারফর্মেন্সের দিকে নজর দেওয়াই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। ‘বিষয়টা এতো গভীরে নিয়ে চিন্তা করা উচিত না। আমার কাছে মনে হয় আমাদের নিজেদের খেলাটাই খেলা উচিত।’

এই ব্যাপারে সাকিব বলেন , ‘মোমেন্টামের দিক থেকে চিন্তা করলে আফগানিস্তান আসরে বেশি ভাল খেলেছে এখন পর্যন্ত। আমি বিশ্বাস করি যে আমরা ওদের থেকে ভাল দল, আমাদের সেভাবেই পারফর্ম করা উচিত।’