
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। অল্প কিছুক্ষণ পরেই মাঠে নামবে দুই দল। বিটিভি, জিটিভি ও মাছরাঙা টিভি সহ স্পোর্টস টেলিভিশন গুলো খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
আজকের ম্যাচটি দুই দলের জন্যেই বাঁচা মরার লড়াই। যুদ্ধক্ষেত্রে নামার আগে দুই শিবিরেই প্রস্তুতি সেরে নিয়েছেন প্রয়োজনমত। তবে এ যুদ্ধের বাহিরে আজ আরেকটি যুদ্ধ হবে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান আর আফগানিস্তানের স্পিনার রশিদ খানের মধ্যে।
এশিয়া কাপে সমান সংখ্যক ম্যাচ খেলে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় রয়েছেন রশিদ আর এর পরেই সিরিয়ালেই সাকিব। সাকিবের উইকেট সংখ্যা ছয়টি।
আজকের ম্যাচে উইকেট নেয়ার ও শেষ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে খেলার উপর ই ডিপেন্ড করছে মূলত কে হবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের রাজা।
