
দুবাইয়ে প্রচন্ড গরমের ভিতর ৪ দিনে ৩টি ম্যাচের দকল গেছে সকল খেলেয়ারের উপর। তাই তাদের কে অনুশীলনে নামায় নি দলের প্রধান কোচ। তাই তাঁদেরকে ঘুড়ে বেড়ানোন সুযোগ দিয়েছে। সুযোগ পেয়ে দুবাই চোষে বেড়িয়েছে সকলে। আর এই ফাঁকে ফিজিওর সাথে দেখা করেছে সাকিব।
সেখানে দেখা গেছে পুরোন জায়গায় আবার ব্যাথ্যা সাকিবের। আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিং করার সময় আবারও হাতের অঙ্গুলে আঘাত পায়। তাই খারপ খবর হচ্ছে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেত সাকিব।
তার হাতে এতই ব্যাথ্যা যে আইস ব্যাগ সাথে পেইনকিলার দিয়েও কাজ হচ্ছে না। তবে বিসিবির এক সুত্র থেকে জানাগেছে যে কোন ভাবেই হক খেলতে চায় সাকিব। তবে সাকিবের খেলার ব্যাপারে এখনি কিছু বলা যাচ্ছে। শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
