এশিয়া কাপেই অস্রপাচার সেরে নিতেন কিন্তু দেশের জন্য আত্মত্যাগ করে সিদ্ধান্ত বদলে এশিয়া কাপের পরে জিম্বাবুয়ে সিরিজে অস্রপাচার করানোর সিদ্ধান্ত নিয়ে ছিলেন। জরুরি অপারেশন না করে খেলছেন ব্যাথা নিয়ে বীরের মতো।

প্রথম থেকেই বোলিং ও ব্যাটিংয়ে বেশী সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু এখন সমস্যাটা আরো বেড়েছে ব্যাথার জন্য ব্যাটই ধরতে পারচ্ছেন না এই দেশ সেরা অলরাউন্ডার। এতে টিমে ১জন ব্যাটসম্যান এবং বলার দুটোই হারাচ্ছে বাংলাদেশ।

নিজের অনিচ্ছা কৃত হলেও দলকে মাঝদরিয়ায় ফেলে আসতে হচ্ছে তার আর এশিয়াকাপ মিশন ও তার জন্য এখানেই শেষ।

অনুশীলন করতে গিয়ে আবারও হাতের সেই পুরোন জায়গায় ইঞ্জুরী হয়। তার হাতের অবস্থা এমন হয়েছে যে ব্যাটও দড়তে পারছে না। তাই কাল রাতেই সকলে তার খেলার আশা ছেড়ে দিয়েছে। আর তাই আজই দেশে ফিরে আসছে।

তবে আজ সাকিবের পরিবারকে ঢাকা পাঠিয়ে দিয়ে সাকিবকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে চেয়েছিলো বিসিবি। কিন্তু যুক্তরাষ্ট্রে টিকেট না পাওয়াই আজ যাওয়া হচ্ছে। তাই সাকিব বলে ছেন, ঢাকা গিয়ে তার পর যুক্তরাষ্ট্রে যাবে চিকিৎসার জন্য।