এশিয়া কাপ শেষ না করে সাকিবের দেশের আসর খবব সকলের জানা। কেন চলে এসেছে সেটিও কার কাছে অজানা নয়। হাতের ইঞ্জুরির কারণে দেশে চলে এসেছে।

সাকিব চেয়েছে দেশে এসে তার পর দেশের বাহিরে গিয়ে চিকিৎসা করাবে। কিন্তু তার হাতের ব্যাথা এতই বেরে গেছে যে তার জন্য তাৎক্ষনিক ঢাকার অ্যাপোলোতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখানে চিকিৎসা করে তার পর বিদেশে গিয়ে সার্জারি করবে সাকিব।

সাকিব সম্পর্কে বিসিবির এক কর্মকর্তা জানান, “অবশ্যই তার অবস্থা স্থিতিশীল নয় এবং সেটা আরো খারাপের দিকে যাচ্ছিল, তাই তাকে অ্যাপোলোতে ভর্তি হতে হয়েছে।”

এই কর্মকর্তা আরো বলেন, “তার আহত আঙুল থেকে অনেক পুজ বের হয়েছে যা খারাপ একটা চিহ্ন। আমরা এখন তার অবস্থা পরীক্ষা করার পরে ডাক্তারদের পরামর্শ দেয়ার জন্য অপেক্ষা করছি।”

সাকিবের অবস্থা এতোটাই খারাপ যে আরো বেশিক্ষন দেরি করলে নাকি পুরো হাতটা দিয়েই আর কোন কাজ করা যেত না। হাত থেকে বের করা হয়েছে প্রায় ৭০ মিলিগ্রাম পুজ।

একটি টিভি চ্যানেলের সাংবাদিক এমন জানিয়েই ফেসবুকে জানিয়েছেন। তিনি লেখেন,

“যখন আমরা ফাইনাল নিয়ে কথা বলছি,তখন রাজধানীর হাসপাতালে ব্যথায় কাতরাতে কাতরাতে গিয়ে পৌঁছেছিলেন সাকিব আল হাসান। সিঙ্গাপুর বা থাইল্যান্ডের ভিসা না থাকায় তাৎক্ষনিক ভর্তি হন সেখানে। এদিকে আঙুলের ব্যথা বেড়েই চলেছে। চিকিৎসক দেখেই বিস্মিত। এই অবস্থায় কিভাবে খেলা সম্ভব? কোন কাজই করা যায় না!

আর অবাক হলাম জেনে, আর কয়েক ঘন্টা দেরী হলেই পুরো হাতই আর কখনো কাজ করতো না। যে হাত বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, সেই হাত। ইনফেকশন সারাতে তাই পুঁজ অপসারন করা হয়েছে। ৬০ থেকে ৭০ মিলি পুঁজ বের হয়েছে সাকিবের হাত থেকে। চিকিৎসকরা বিস্মিত, হতবাক। হাসপাতালে এখন সাকিব অ্যান্টি বায়েটিকের ওপর থাকছেন সাকিব। দেশের বাইরে অন্তত: ৭২ ঘন্টার মধ্যে যাওয়া হচ্ছে না তার।”