এ যেন সোনার ডিম পাড়া হাঁসের সেই গল্পের মত। যেখানে প্রতিদিন ডিম পাড়া হাসের ভিতর থেকে সব গুলো ডিম এক সাথে পাবার আশায় হাসের মালিক হাঁসটিকে জবাই করে। ফলস্রুতিতে সে ডিম তো পায়ই না হাসটিকেও সারা জীবনের জন্য হারায়।

সাকিব আল হাসানকে, বাংলাদেশের ক্রিকেটের ডিম পাড়া হাঁস বললে ভুল হবে না। এই হাঁসটি প্রায় প্রতিটি ম্যাচেই সোনার ডিম দিত। কখনও ব্যাটিং-এ, কখনও বোলিং-এ বা আবার কখনও ব্যাটিং ও বোলিং দুটিতেই। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় আজ তার বাম হাতের একটি আঙুল সারাজীবনের জন্য প্রায় নস্ট হওয়ার পথে। এর জন্য দায়ী কে? অবস্যই বিসিবি।

দীর্ঘ দিন যাবত ইনজুরিতে ভুগতে থাকা মানুষটিকে সঠিক ভাবে চিকিৎসা না করিয়ে দিনের পর দিন খেলানো হয়েছেন। উদ্দেশ্যে, সোনার ডিম এক সাথে পাওয়া। এখন সাকিব আল হাসানে অবস্থা ওই জবাইকৃত হাঁসটির মতই হয়েছে।

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাকিব বলেন, “আমার হাতের আঙ্গুল আর কখনোই ১০০% ঠিক হবেনা। নরম হাড্ডি জোড়া লাগানো সম্ভব না। ০% না আসলে ডক্টর ধরবেনা। ধরলে সম্পুর্ন হাত নষ্ট হয়ে যাবে।”