ইঞ্জুরির কারনে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছে না সাকিব আল হাসান। অক্টোবর ও নম্ভেবার মাসে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। কিন্তু এই সিরিজে  খেলতে পারচ্ছে না সাকিব। তাই তার পরিবর্তে দলে আসতে পারে ইমরুল ও আপু।

এশিয়া কাপে সাকিবের পরিবর্তে ইমরুল ও অপুকে দেখা গিয়েছিলো। তাই ধারনা করা হচ্ছে এই দুই জনকে দলে রাখতে পারে বিসিবি। যে জন্য ১৪ জনে দল ঘোষণা না করে ১৫ জনের দল ঘোষণা করতে পারে বিসিবি। এমনটাই জানিয়েছে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

স্কোয়াড প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা ১৪ জনের দল সাজাতে চাই। তাতে নতুন কারো অন্তর্ভুক্তির সম্ভাবনা খুব কম। এশিয়া কাপ স্কোয়াডের বাইরে থাকা কারোর ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে।’   আর যদি ১৪-১৫ জনের স্কোয়াড সাজানো হয় তাহলে এশিয়া কাপের স্কোয়াড থেকে অন্তত ২-৩ জনকে বাদ দিতে হবে। এখন এটাই দেখার পালা কে কে বাদ পড়তে যাচ্ছেন।