সাকিব আল হাসান দলে থাকা মানে বাংলাদেশ দলটা পূর্নতা পাওয়া! সাকিব দলে না থাকলে বাংলাদেশের ব্যাটিংয়ে, বোলিংয়ে অপূর্নতা থেকে যায়। একজন সাকিব আল হাসান একজন জেনুইন ব্যাটসম্যান হিসেবে দলে চান্স পাওয়ার যোগ্যতা রাখেন।

একজন সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার হয়েও টি ২০, ওয়ানডেতে যথাক্রমে ৪ ও ১০ ওভার অনায়াসে করে দিতে পারেন। টি ২০, টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী! ওয়ানডেতে ২৫০ উইকেটের ছোঁয়ার অপেক্ষায় আছেন। সাকিব আল হাসান দলে থাকা মানে একজন বিশ্বসেরা দলে থাকা! সাকিব আল হাসান দলে থাকা মানে অভিজ্ঞতার ভান্ডার দলে থাকা।

সাকিব দলে না থাকা মানে একজন সিনিয়র ক্রিকেটারের দলে না থাকা! আসন্ন সিরিজে একজন সাকিব আল হাসানের অভাব পূরনের জন্য দুই জন খেলোয়ারকে একাদশে রাখতে হবে,তা না হলে সাকিব দলে না থাকার অভাব থেকেই যাবে দলে।

সন্দেহ তবু থেকেই যায়, সাকিবের জায়গায় ব্যাটিংয়ে মমিনুল কিংবা বোলিংয়ে অপু যেই খেলুক না কেন তারা কি সাকিবের অভাব পূরণ করতে পারবে!?