
হাতের ইঞ্জুরির কারণে আস্ট্রেলিয়া চিকিৎসা নিতে গিয়েছিলো সাকিব। এত দিন অস্ট্রেলিয়ার চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন সাকিব আল হাসান। আজ দুপুরে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তাকে। তিবে দেশে ফিরবেন কবে সেই বিষয়ে এখনো কিছু জানা জায়নি।
ইঞ্জুরির কারণে আগামী তিন মাস মাঠের বাহিরে থাকিবে সাকিব। বরতর্মানে তার আঙ্গুলের অবস্থা অনেকটাই ভালো। সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় ঝুঁকি অনেকটাই দূর হয়েছে।
আঙ্গুলের নতুন চামড়া উঠতে শুরু করেছে। তিন মাস পর সাকিব মাঠে ফেরার পর যদি আবারও ব্যথা অনুভব করেন তাহলেই অপারেশন লাগবে সাকিবের। তবে সাকিব হাতে ব্যথা অনুভব না করলে সেই অস্ত্রোপচার ছাড়াই খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।
