ইঞ্জুরির করণে কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলো সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে  চিকিৎসা করে আগামী কাল দেশে ফিরছে বিশ্বসেরা আলরাউন্ডার। আগামী কাল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১২টায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে সাকিবের।

চলতি মাসের ৫ অক্টোবর চিকিৎসা জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন যান সাকিব। সেখানে হস্ত বিশেষজ্ঞ ডা. গ্রেগের শরণাপন্ন হয়ে প্রায় এক সপ্তাহ সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

এত দিন চিকিৎসায় থাকার পর গত কাল হাসপাতাল থেকে ছাড়া পায়। তবে ইঞ্জুরির কারণে আগামী তিন মাস মাঠের বাহিরে থাকবে সাকিব। বর্তমানে তার আঙ্গুলের অবস্থা অনেকটাই ভালো। সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় ঝুঁকি অনেকটাই দূর হয়েছে।

আঙ্গুলের নতুন চামড়া উঠতে শুরু করেছে। তিন মাস পর সাকিব মাঠে ফেরার পর যদি আবারও ব্যথা অনুভব করেন তাহলেই অপারেশন লাগবে সাকিবের। তবে সাকিব হাতে ব্যথা অনুভব না করলে সেই অস্ত্রোপচার ছাড়াই খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।