হাতের আংগুলে ইনফেকশন নিয়ে দেশ ছেড়েছিলো সাকিব আল হসান। সেখানে হাতের চিকিৎসা করেন তিনি। চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছে সাকিব।

আজ বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে করে মেলবোর্ন থেকে সিঙ্গাপুর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব।

আর এসেই সুখবর দিলো বিশ্বসেরা আলরাউন্ডার। দেশে ছেরেছিলো ইনফেকশন নিয়ে। তবে এখন আংগুলের অবস্থা অনেকটাই ভালো। এখন কোন সংক্রামণ নেই। আশা করা যায় তিন মাসেই ঠিক হবে তিনি।

এই মুহুর্তে অস্ত্রপ্রচার করার প্রয়জন নেই। তবে তিন মাস পর যদি ব্যাট ধরতে গিয়ে হাতে ব্যাথ্যা অনুভব করলে তবেই হাতে অস্ত্রপ্রচার করতে হবে।