
২১শে অক্টোবর থেকেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। সেই সিরিজের আগে আজ জিম্বাবুয়ে দলের হয়ে মুখোমুখি হোন জার্ভিস। জানালেন তাদের প্রস্তুতির কথা।
জার্ভিস বলেন ,’ ‘আমাদের ৪/৫ জন বিপিএলে এই পরিবেশে প্রতি বছরই খেলে সেটা আমাদের জন্য অবশ্যই খুব ভাল সুযোগ করে দিতে সহায়ক হবে। তাছাড়া সাকিব-তামিমের মতো দুইজন বড় মাপের খেলোয়াড় বাংলাদেশে নেই। সুতরাং আমরা ইতিবাচক কিছুর দিকেই তাকিয়ে আছি।’
জার্ভিস আরো বলেন ,’ ‘অবশ্যই। তারা দু’জন খুবই ভাল খেলোয়াড়। সাকিব বিশ্বের অন্যতম সেরা। তাই দলের সবাই কিছুটা স্বস্তি পাবে।’
