
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে সাকিব আল হাসানের নতুন ঠিকানা হয় সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটে-বলে গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে ১২তম আসরেও ধরে রেখেছে গত আসরের রানার্সআপরা।
সাকিব ছাড়াও ডেভিড ওয়ার্নার-কেন উইলিয়ামসন-ভুবনেশ্বর কুমারের মতো বিশ্বমানের বেশ কয়েকজন ক্রিকেটারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া ১৮ ডিসেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত নিলাম থেকে আরও তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। এরা হলেন জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা ও মার্টিন গাপটিল।
ইংলিশ উইকেটরক্ষক বেয়ারস্টোকে ২ কোটি ২০ লাখ রুপি ও কিউই ব্যাটসম্যান গাপটিলকে ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। এ ছাড়া নিজেদের পুরানো উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকেও পুনরায় দলে ভিড়িয়েছে দলটি। ভারতীয় এই উইকেটরক্ষককে ফেরাতে হায়দরাবাদের খরচ হয়েছে ১ কোটি ২০ লাখ রুপি।
অন্য দলের মতো সাকিবদের দলেও আছে আটজন বিদেশি ক্রিকেটার। দলের মোট সদস্য ২৩ ক্রিকেটার। দেশি-বিদেশি মিলিয়ে পাঁচজন টপঅর্ডার ব্যাটসম্যান, আটজন বোলার, সাতজন অলরাউন্ডার ও তিনজন উইকেটরক্ষক নিয়ে স্কোয়াড সাজিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড
কেন উইলিয়ামসন, ইউসুফ পাঠান, রশিদ খান, সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, মার্টিন গাপটিল, অভিষেক শর্মা, ঋদ্ধিমান সাহা, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, রিকি ভুই, ভুবনেশ্বর কুমার, দীপক হুদা, খলিল আহমেদ, টি নটরজান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, মনীষ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, সিদ্ধার্থ কৌল, শ্রীভাস্ত গোস্বামী।
