বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলে) বেশ কিছু নিয়মের পরিবর্তন করেছে বিপিএল কমিটি। তার ভিতর উল্লেখযোগ্য একটি হল ৫ জন বিদেশী খেলানো। তবে এই নিয়ে আলোচনা, সমালোচনা কম হয়নি। তবে এবার সেই বিষয়ে কথা বললেন সাকিব আল হাসান। তিনি নিজেও সমালোচনা করলেন সেই বিষয়ের।

সাকিব বলেন ,’কয়েকটি ম্যাচ দেখার পর উপলব্ধিটা আমারও হয়েছে, ম্যাচে যেহেতু বিদেশিরাই আসল ভূমিকা পালন করছে, এ বছরটায় তাতে হয়ত দেশি তরুণদের সুযোগটা একটু কমেই গেল। ‘

সাকিব আরো বলেন ,’প্রতিপক্ষের সঙ্গে যেমন প্রতিযোগিতা করার

থাকে, নিজ দলের খেলোয়াড়দের মাঝেও তেমনি প্রতিযোগিতার সুযোগ থাকে। নিজ দলের বিদেশিদের সঙ্গে প্রতিযোগিতা করে ভাল পারফরম্যান্স করতে হবে, এই জিদটা যদি থাকে, সেটা আরও ভাল পারফরম্যান্স দেবে বলে মনে হয়। ‘