বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চলছে লড়াই। এই লড়াই চলছে তিন তারকার মধ্যে। মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল।

তিনজনের রানই ১৫০০ এর বেশি। সবার উপরে মুশফিক, দ্বিতীয় রিয়াদ ও তৃতীয় স্থানে আছে তামিম ইকবাল।তবে রানের দিক থেকে লড়াই হলেও উইকেটে একক আধিপত্য সাকিব আল হাসানের।

দ্বিতীয় স্থানে আছে শফিউল ইসলাম। তার উইকেট ৬৭টি। তিনে আছে মাশরাফি মর্তুজা। তার উইকেট ৬৪টি। এই মৌসুমে না খেলা কেভিন কুপারের উইকেট ৬৩টি।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এপস ডাউনলোড করতে লিংকে প্রবেশ করুনঃ

রুবেল হোসেনের উইকেট ৫৮টি।৫৭টি করে উইকেট আছে আরাফাত সানি ও তাসকিন আহমেদের। এবার না খেলা আরেক তারকা নবির উইকেট ৫০টি। আর কোন তারকাই ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেনি।