গতকাল সকালে লালবাগ কেল্লা পুরো হাউসফুল। আগেই বলা হয়েছিল, সেখানে যাবেন সাকিব আল হাসান, শহীদ আফ্রিদিরা। শুধু যাবেনই না ক্রিকেটও খেলবেন। তাদের এক নজর দেখতে হাজির হাজারো সমর্থক।

ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস আয়োজন করেছে গলির ক্রিকেট। সেই উদ্যোগের অংশ হিসেবে কাল দুপুরে লালবাগ কেল্লাতে ব্যাট-বল নিয়ে মাঠে নেমেছেন তারকা ক্রিকেটাররা। আফ্রিদি, সাকিব, মোসাদ্দেকদের সাথে ছিলেন আবু হায়দার রনি, সাদমান ইসলামরা। টেনিস বলে ব্যাটিং-বোলিং দুটোই করেছেন ক্রিকেটাররা। প্রায় এক ঘন্টা দারুণ মজা করেই কাটিয়েছেন টি-টোয়েন্টির সেরা এ তারকারা।

সাকিব, আফ্রিদি, মোসাদ্দেক, পোলার্ডরা বল উড়িয়ে মারছেন। বাউন্ডারির জন্য নির্ধারিত সীমানা পেরিয়ে বল পড়ছে দর্শকসারিতে। প্রিয় ক্রিকেটারদের ব্যাট ছুঁয়ে আসা বল ধরাকেই অনেক পাওয়া মনে করে উল্লাসে মেতে উঠছেন সকলে। হাততালির শব্দে উঠছে তরঙ্গের ঢেউ। হইচই, আনন্দ, আর আড্ডায় এভাবেই এক আবেগঘন দিন কাটল বিপিএল দল ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটারদের।

ঢাকা ডায়নামাইটসকে লালবাগ কেল্লায় নিয়ে যাওয়ার আয়োজন করে ওমেরা এলপি গ্যাস। কোম্পানিটির কর্মীরাই ছিলেন ৫ ওভারের ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ। ক্রিকেট ম্যাচের চেয়ে ঐতিহাসিক স্থান পরিদর্শন করানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। তবে একটু বেশি সিরিয়াস হয়েই খেলেছেন সাকিব। পরপর তিন বলে মেরেছেন ছক্কা। তাতে জয় হয়েছে ঢাকারই!