বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০১৭, এর ৫ম আসরে ১৯ তম ম্যাচে মুখমুখি হয় ঢাকা ডাইনামাইটস বনাম রাজশাহী কিংস। টসে জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রাজশাহী কিংস। কিংসের আমন্ত্রণে ঢাকার হয়ে মাঠে নামে লুইস ও আফ্রিদি। শুরুতে আফ্রিদিকে হারায় ঢাকা। ১৫ রান করে মিরাজের বলে আউট হয় আফ্রিদি। এর পর দলিয় ৭৫ রানের সময় ১৩ রান করে আউট হয় জহুরুল ইসলাম। জহুরুলকে হারিয়ে বেশিদুর এগোতে পারেনি লুইস। দলিয় ৯৯ রানের সময় জোড়া আগাত হানে কিংস।

ব্যাক্তিগত ৬৩ রানে আউট হয় লুইস। একই ওভারে ৬ রান করে আউট হয় নাদিফ।

তখন মাঠে থাকে সাকিব ও সাঙ্গাকারা। কিন্তু ১১ রান করে সাকিবকেও মাঠ ছাড়তে হয়। এর পর সাঙ্গাকারা ও পোলাড খেলাকে নিয়ে যায় ১৮৬  রান পর্যন্ত। দলিয় ১৮৬ রানের সময় ২৮ রান করে আউট হয় সাঙ্গাকারা। সাঙ্গাকারা আউট হলে পোলাড একাই নিয়ে যায় ২০১ রানে। ওভারের শেষ বলে ০ রানে আউট হয় নারাইন এবং পোলাড খেলে অপারাজিত ৫২ রানের ইনিংস।

রাজশাহী কিংসের হয়ে উইকেট শিকার করে। হোসাইন আলী ৩টি, মিরাজ ২টি ও হাবিবুর রাহমান।

রাজশাহী কিংসকে ২০২ রানের টার্গেট দিলো ঢাকা ডাইনামাইটস।

২০২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে আগাত করে আবু হাইদার। ০ রানে আউট হয় রনি তালুকদার। এর পর আবু হাইদার তার ব্যাক্তিগত ২য় ওভারে সামিট প্যাটেলকে ৬ মাঠের বাহিরে পাঠায়। দলিয় ৬০ রানের সময় ২২ বলখেলে ১৬ রান করে আফ্রিদির বলে আউট হয় মমিনুল। এর পর ১১ রান যোগ করে আউট হয় জাকির হোসেন। জাকির হোসেনের পর ১ রান যোগ করে আউট হয় মুশফিক। তখন মাঠে থাকে জেমস ফ্র‍্যাস্কলিন ও ড্যারেন সামি।

কিন্তু দলিয় ১০৪ রানের সময় আউট হয় জেমস ফ্র‍্যাস্কলিন।

১২৪ রানের সময় আউট হয় ড্যারেন সামি ও ১২৬ রানে মিরাজ। এরপর ৬ রান যোগকরে ১৩২ রানে আউট হয় ফরহাদ রেজা। রেজা আউট হবার পর ১ রান করে ১৩৩ রানে সব কয়টি উইকেট হারায় রাজশাহী।

ঢাকার হয়ে উইকেট শিকার করে। আফ্রিদি নেয় ৪ উইকেট,  আবু হাইদার নেয় ৩টি উইকেট,  সাকিব নেয় ২টি ও সাদ্দাম নেয় একটি।

ফলাফল ৬৮ রানে জয় পায় ঢাকা ডাইনামাইটস।