বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৭ এর ২৪তম ম্যাচে বল হাতে দুই দুইটি রেকর্ড গড়লেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। যার ফলে বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। পাশাপাশি টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং অর্জনও লুফে নিলেন সাকিব।

টি-টোয়েন্টিতে সাকিবের সেরা বোলিং ফিগার ১৫ রান খরচ করে ৪ উইকেট। অন্যনদিকে বিপিএলের পাঁচ আসরে এখন পর্যন্ত এক ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি অর্জন করে মোট নয় জন বলার। যার মধ্যে সাকিবের অবস্থান তৃতীয়। ২০১২ সালে বিপিএলে মোহাম্মদ সামি ৩.২ ওভার বোলিং করে ৬ রান খরচ করে নেন ৫ উইকেট । এখন পর্যন্ত তিনিই সকলের শির্ষে রয়েছে।

সামির পরেই অবস্থান কছে কেভিন কুপার। ২০১৫ সালের বিপিএলে ৪ ওভারে ১৫ রানে নেয় ৫ উইকেট। চার নম্বর আসনটি কুমিল্লা ভিক্টোরিয়ানস পেসার হাসান আলীর দখলে। ৩.৩ ওভারে ২০ রান দিয়ে এই পাক বোলার নেন ৫ উইকেট।