পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির বল ছেড়ে মাত্রই ব্যাট ধরেছেন। সাকিব কমলা খেতে খেতে সাজঘর থেকে নেটের দিকে যাচ্ছেন অনুশীলনের জন্য। হঠাৎ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের আকাশ-বাতাস কাঁপিয়ে মাটিতে নেমে এল হেলিকপ্টার।

তাও একটি নয়, দুটি! আমির-সাকিবরা কিছুক্ষণের জন্য থমকে গেলেন। নিরাপত্তাকর্মীরাও গেলেন ভয় পেয়ে গেলেন।  ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে নামে হেলিকপ্টার দুটি। নিরাপত্তাকর্মীরা ছুটে গিয়ে তাদের কাছে জানতে চান, তারা কারা?

কেননা এসময় মাঠে হেলিকপ্টার আসার কোন তথ্য  কাছে ছিল না তাদের কাছে।  এভাবে ‘বিনা অনুমতিতে’ অনুশীলনের সময় হেলিকপ্টার অবতরণ করায় বিসিবির নিরাপত্তাকর্মীরা বিব্রত।

একজন তো রেগেমেগেই বললেন, ‘অদ্ভুত ব্যাপার। বলা নেই কওয়া নেই অনুমতি ছাড়া মাঠে হেলিকপ্টার ঢুকিয়ে দিয়েছে। কিছু হলে তো আমাদেরই জবাব দিতে হতো।’  হৈ-চৈ দেখে ক্যাপ্টেন আশরাফও বেশ বিপাকে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দশ মিনিট ধরে বলছি তারা কপ্টার বন্ধ করছেন না। পাইলটরা বলেছেন তারা নাকি রংপুর রাইডার্সের মালিককে নিতে এসেছেন।’

কপ্টারের সঙ্গে ছিলেন ক্যাপ্টেন আশরাফ এবং ক্যাপ্টেন মোস্তাফিজ। আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল এই সময় অনুশীলন নেই। তাই ঢুকে পড়েছি। আসলে ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে।’

তিনি জানান, হেলিকপ্টার দুটি বসুন্ধরা গ্রুপের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিলেট-ঢাকা হয়ে এখন চট্টগ্রামে। ঢাকা ডায়নামাইটস সোমবার সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে।

বেলা একটার ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং ভাইকিংস। তার আগে এমএ আজিজ স্টেডিয়ামে রোববার বেলা আড়াইটা থেকে অনুশীলন করতে আসে দলটি।