বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়কত্ব হারালেন মুশফিকুর রহিম। নতুন অধিনায়ক হলেন সাকিব আল হাসান। তার সহকারি অধিনায়ক হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।  চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে জাতীয় ক্রিকেটক দলেও দারুণ পরিবর্তন এসে গেল। আগের দিনই শেষ রিপোর্ট বিসিবির হাতে জমা দিয়েছেন হাথুরু।

যাওয়ার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে নিজের পদত্যাগের জন্য বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের ওপর সব দায়ভার চাপিয়ে দিলেন তিনি।

আর একদিন পরই অর্থাৎ আজ বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হলো বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক আর মুশফিকুর রহীম নন। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। তার সঙ্গে সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত মার্চে শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপরই সাকিবকে টি২০ জন্য অধিনায়ক নির্বাচন করা হয়। এবার তাকে দেয়া হলো টেস্ট ফরম্যাটের দায়িত্বও। তিন অধিনায়কের অবস্থান থেকে দুই অধিনায়কে নেমে এলো বাংলাদেশ।