বিপিএলের ফাইনাল ম্যাচে সন্ধ্যায় ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন রংপুরের রাজা ক্রিস গেইল। ব্যাট হাতে যে তিনি ঝড় তুলতে পারেন- সেটা বলা অস্বাভাবিক নয়। কারণ এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে গেইলের ছক্কা-টর্নেডো দেখেছে বিশ্ব। ভেঙেছেন একের পর এক রেকর্ড, গড়েছেন এক ইনিংসে সর্বোচ্চ ১২৬ রানের নতুন রেকর্ড।

সেই গেইলকে কোয়ালিফায়ার ম্যাচে মাত্র ১০ রানে সাজঘরে ফিরিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মেহেদী হাসান। এর আগে তামিমদের সাথে দুইবারের দেখায় এই তরুণ তুর্কির বলেই একবার আউট হয়েছিলেন তিনি। কিন্তু আজ রংপুরের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। কে থামাবে গেইলকে?

ঢাকার সাথে রংপুর এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল। একটিতে জিতেছে রংপুর, অপরটিতে ঢাকা।  সাকিবদের বিপক্ষে প্রথম ম্যাচে উত্তেজনার পারদ ছড়িয়ে মাত্র তিন রানে জিতেছিল মাশরাফির রংপুর। সে ম্যাচে ব্যাট হাতে ৫১ রানের ইনিংস খেলে গেইল। যে ম্যাচে তার ব্যাট হাসে, সে ম্যাচে রংপুরের জয় সহজ হয়ে যায়। তবে মোসাদ্দেক হোসেনের বলে সাজঘরে ফিরতে হয় তাকে।

এই ম্যাচে বল হাতে দুর্দান্ত করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। একাই পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি। তাই আজ গেইলকে আটকানোর কাজটি করতে পারেন তিনিই।

দ্বিতীয় ম্যাচে রংপুরকে পরাজিত করে ঢাকা। তবে সে ম্যাচে পুরো শক্তি নিয়ে নামেত পারেনি রাইডার্সরা। সে ম্যাচে খেলেনি মাশরাফি মর্তুজা ও ক্রিস গেইল। ৪৩ রানে হারে রংপুর। সেদিন বল হাতে ভালো করেছিলেন সাকিব আর মোহাম্মদ আমির। দু’জনেই দুটি করে উইকেট শিকার করেছিলেন।

আজ তাই গেইলকে আটকাতে ঢাকার ‘অস্ত্র’ হতে পারে সাকিব, আমির ও মোসাদ্দেক।