বিশ্বের ৩য় ক্রিকেটার হিসেবে অনন্য এক রেকর্ড করতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নন্দিত এই অলরাউন্ডারের সামনে সুযোগ এসেছে বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের সাথে ৫০০ উইকেট শিকার করার।

বিশ্ব ক্রিকেটের এই এলিট প্যানেলে প্রবেশ করার জন্য সাকিব আল হাসানের প্রয়জন আর মাত্র ১০৩ রান এবং ১৩ টি উইকেট। হয়তো আগামী বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজেই তিনি এই অনন্য মাইলফলকে পৌঁছে যাবেন।

এখন পর্যন্ত সাকিব আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট  খেলেছেন ৫১ টি ম্যাচ। সাদা পোশাকে সংগ্রহ করেছে ৩৫৯৫ রান। সাথে বল হাতে শিকার করেছে ১৮৮ টি উইকেট।

ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৮০ টি। রান সংগ্রহ করেছেন ৫০৮০। সাথে উইকেট সংখ্যা ২২৬ টি।

এছাড়া টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ৬১ টি। সেখানে রান করেছেন ১২২৩। সাথে রয়েছে ৭৩ টি উইকেট।

তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের মোট রান ৯৮৯৭ এবং উইকেট সংখ্যা ৪৮৭ টি।  এই রেকর্ড নিঃসন্দেহে সাকিবকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। কেননা এর আগে এই তালিকায় আছেন কেবল দুজন। বাকী দুজন হচ্ছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি।