টি-টেন ক্রিকেট লিগে কালকের সন্ধার দ্বিতীয় ম্যাচ রাত সোয়া ৮টায় মাঠে নামে কেরালা কিংস ও টিম শ্রীলঙ্কা।টিম শ্রীলংকা টস জিতে ব্যাট করতে নেমে মুনাভিরা১৫ রান সংগ্রহ করে, রাজাপাক্সা ব্যাট থেকে আসে২৬ রান, জয়সুরিয়া ১ রানে আউট হন।

তবে চান্দিমাল ৩৮ ও রামবুকভেল্লা ২০ রানে অপরাজিত ছিলেন। ৩ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে সাকিবের দল।

তবে এ ম্যাচে সাকিবকে বল করার সুযোগ দেননি অধিনায়ক মরগান। বিশ্ব সেরা অলরাউন্ডারকে বল করতে না দেওয়া সত্যিই অপমানজনক।