
বাংলাদেশে কি আরও একবার জন্ম নিবে অান্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১০ হাজার রান এবং ৫০০ উইকেট শিকার করার মত কনো অলরাউন্ডার? সেটা ভবিষ্যৎই বলতে পারবে তবে বর্তমান সময়েই রয়েছে একজন বাংলাদেশে। আর মাত্র ৭টি উইকেট শিকার করতে পারলেই বিশ্বের সবচেয়ে বড় বিশ্ব রেকর্ড অর্জন করবে সাকিব।
৫০০ উইকেট এখনও পায়নি তবে দাড় প্রান্তে দাড়িয়ে সাকিব অাল হাসান। ত্রিদেশী সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে সাকিব অাল হাসান। প্রথম ম্যাচে ও চমৎকার খেলেছেন তিনি। ব্যাট হাতে ৩৭ রান এবং বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। অার দ্বিতীয় ম্যাচে ৬৭ রানের সাথে ৩ উইকেট শিকার করে। তবে ৬৭ রান করে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে ১০ হাজার রান করেছেন তিনি।
সাকিবের উপরের রয়েছে একমাত্র তামিম ইকবাল। তবে তামিমের থেকে অনেক এগিয়ে সাকিব। তার কারন ১০ হাজার রানের পাশে রয়েছে ৪৯৩ উইকেট। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে অান্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান এবং ৫০০ উইকেটের রেকর্ডের সামনে দাড়িয়ে তিনি।
