
শ্রীলংকা বিপক্ষে প্রথম টেস্টে জন্য বাংলাদেশে দল ঘোষণা। দলে আছে প্রচুর চমক। খারাপ ফর্মে কারণে বাদ দিয়েছে সাব্বির রহমান কে। এছাড়া তাসকিন ও সৌম্য সরকারও বাদ পড়েছেন। দলে নতুন মুখ নাঈম হাসান। তিনি অনূর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার। বাংলাদেশ দলঃ
১) সাকিব আল হাসান (অধিনায়ক),
২) মাহমুদউল্লাহ,
৩) তামিম ইকবাল,
৪) ইমরুল কায়েস,
৫) লিটন কুমার দাস,
৬) মুশফিকুর রহিম,
৭) মুমিনুল হক,
৮) মোসাদ্দেক হোসেন,
৯) তাইজুল ইসলাম,
১০) মুস্তাফিজুর রহমান,
১১) কামরুল ইসলাম রাব্বি,
১২) মেহেদী হাসান মিরাজ,
১৩) রুবেল হোসেন,
১৪) নাঈম হাসান।
