
সাকিব কে ২ কোটি দিয়ে কিনল হায়দাব্রাদ! হরভজন সিং সারা বছর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে এবার আর সেটা হল না। তার ভিত্তি মুল্য ২ কোটি রুপিতেই তাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই ছাড়া অন্য কোন দলই তাকে কেনার আগ্রহ দেখায়নি।
মার কিউ সেট ২ তে দুই নম্বরে উঠে সাকিবের নাম। তার ভিত্তি মুল্য ছিল ১ কোটি রুপি। সাকিবের নাম উঠার পরই সেটা ২ কোটি বলে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর পুরোনো দল কলকাতাও দেখায়নি আগ্রহ। ফলে সানরাইজার্সেই বিক্রি হয় সাকিব। সেই সাথে সাত বছরের ইতি টানলেন কলকাতা থেকে সাকিব!
