
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশের মুখমুখি হয় শ্রীলংকা। ৪২ তম ওভার করতে আসেন মোস্তাফিজ, তার বলে শর্ট কভারে ঠেলে দেন দিনেশ চান্দিমাল। এটা খুব কঠিন কোন বল ছিলো না। তবে সেটাকে সঠিক ভাবে তালুবন্দি করতে পারেনি সাকিব আল হাসান। শুধু তাই নয়, বাঁহাতের আঙুল উল্টোভাবে মাটিতে লেগে আহত হন তিনি।
ব্যথা পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন। বিসিবির চিকিৎসকরা মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর হাতে বরফ চেপে মাঠ ছাড়তে সাকিবকে।কিন্তু তারপেরেও কোন উন্নতি না হওয়ায় হাসপাতালে নেওয়া হয়ে সাকিবকে।তবে সাকিবের চোট কতটুকু গুরুতর তা এখনো জানা যায়নি।
ম্যাচে পাঁচ ওভার বল করে ২০ রান খরচ করে কোন উইকেট পায়নি সাকিব। তার পরিবর্তে ফিল্ডিং করতে মাঠে নাসির হোসেন।
