
বাংলাদেশের শিবিরে আবারও হানা দিলো ইঞ্জুরি। সেই ইনজুরিতে পড়েছেন দলের অন্যাতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে গুরুতর চোট পান তিনি। চোটের কারণে মাঠে বাহিরে যেতে হয় তাকে। এর পর আর মাঠে নামানো হয়নি সাকিবকে। এরই মধ্যে চোট গুরুতর কিনা সেটি জানতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। এক্স-রে করানোর পর ডাক্তাররা জানিয়েছে আঙুলের নিচে ফেটে গিয়েছে সাকিবের। সেলাই দিতে হবে।
মুস্তাফিজের ৪১তম ওভারের প্রথম বলে শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমালকে রান আউটের জন্য থ্রো করার সময় বাম হাতে আঙুলের নিচে আঘাত পান সাকিব। যার কারণে মাঠে নামানো হয়নি তাঁকে। চোটের কারণে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব লঙ্কানদের বিপক্ষে মাঠে নামা নিয়েও রয়েছে সংশয়।
শুধু ফাইনালেই নয়, প্রায় ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ককে। যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট মিস হতে পারে। এদিকে এই ম্যাচে নিজের ১০ ওভারের বোলিং কোটাও পূরণ করেননি সাকিব। বল হাতে করেছেন মাত্র ৫ ওভার। উইকেট না পেলেও দিয়েছেন ২০ রান।
