শুরুতে এগিয়েছিলো ছিল দুইদলেরই। ওয়ার্নার-স্মিথের জুটিতে কিছুটা এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে ঠিক সময় তাদের সামনে বাধা হয়ে দাড়ান সাকিব। দ্রুত ওয়ার্নার-স্মিথকে আউট করার পর ওয়েডকেও সাজঘরে ফেরালেন বাঁহাতি এই স্পিনার। আর তারপর বাকী কাজটা করেন তাইজুল ও মিরাজ। আর তাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ২৬৫ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ ২৪৪ রানে অল আউট করে ২০ রানে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে সাকিব ৫ উইকেট ও তাইজুল ৩ উইকেট নেন।

তৃতীয় দিনের মত চতুর্থ দিনের শুরুতেও উইকেটে আছে পাগলাটে ভাব। স্বাভাবিকের চেয়ে বল অনেক বেশি টার্ন করেছে, বল বেশি লাফিয়ে উঠেছে আবার নিচুও হচ্ছে। তবে এরই মধ্যে স্মিথকে নিয়ে গড়েন শতরানের জুটি। আর নিজে তুলে নেন উপমহাদেশে প্রথম সেঞ্চুরি।

তবে এরপরই ঘটে অস্ট্রেলীয়ার ছন্দপতন। সাকিবের নিচু হওয়া বল বাঁ-হাতি ব্যাটসম্যানের ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লাগলে জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার আলিম দার। রিভিউ নিয়েছিলেন ওয়ার্নার কিন্তু পাল্টায়নি আম্পায়ারের সিদ্ধান্ত। ওয়ার্নারের পর সাকিব স্টিভেন স্মিথকে বিদায় করে বাংলাদেশকে ম্যাচে ফেরান। কাট করতে গিয়ে মুশফিকুর রহীমের গ্লাভসবন্দি হন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

এরপর দ্রুত হ্যান্ডসকমকে ফেরান তাইজুল। অফ স্টাম্পের ঘেঁষে বল করা তাইজুলকে কাট করতে চেয়েছিলেন হ্যান্ডসকম। শরীরের বেশি কাছে থাকায় ঠিক মতো খেলতে পারেননি। ক্যাচ যায় প্রথম স্লিপে। প্রথম প্রচেষ্টায় বল হাতে লেগে উপর উঠে যায়। ঘুরে ডাইভ দিয়ে তা তালুবন্দি করেন সৌম্য।

তাইজুলের পর আবার অস্ট্রেলীয়ার শিবিরে আঘাত হানেন সাকিব। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ম্যাথু ওয়েডকে। একটু নিচু হওয়া বল বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লাগলে আউট দেন আম্পায়ার আলিম দার। রিভিউ নিয়েছিলেন ওয়েড, কিন্তু পাল্টায়নি সিদ্ধান্ত। এরপর প্রথম ইনিংসে প্রতিরোধ গড়া অ্যাগারকে দ্রুত ফেয়ারন তাইজুল। ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করেছেন বাঁহাতি অলরাউন্ডারকে।

লাঞ্চের পর প্রথম বলেই মাক্সওয়েলকে বোল্ড করে সাকিব প্রথম ইনিংসের মত এই ইনিংসেও ৫ উইকেট নিয়েছেন।

সাকিবের পর মিরাজ ফেরান লাওনকে, এরপর মিরাজের এক ওভারে দুই ছক্কায় ১৪ রান নিয়ে খেলা জমিয়ে তুলেন প্যাট কামিন্স। তবে তার পরের ওভারে তাইজুল তুলে নেন হ্যাজেলহুডকে। আর প্রথমবারের মত টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ।