
আঙুলে ইঞ্জুরির কারণে টেস্ট সিরিজের চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না সাকিব। তাতে কী! টেস্ট দেখতে তো সমস্যা নেই। তাই আজ সকালের ফ্লাইটেই চট্টগ্রাম এসে পৌঁছেছেন সাকিব আল হাসান। উদ্দেশ্য, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্ট মাঠে বসে দেখা।
শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। মাঠ থেকেই তাকে চলে যেতে হয়েছিল হাসপাতালে। এক্স-রেতে দেখা যায়, হাড় না ভাঙলে মচকে গেছে আঙুলের গোড়ার দিক। বেশ খানিকটা অংশ কেটেও যায় হাতের। সেলাই পড়ে দুই স্তরের। চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত এক সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও বেশি সময় লাগলে সাকিব খেলতে পারবেন না ঢাকার দ্বিতীয় টেস্টও।
