এক সপ্তাহের ব্যবধানে তার আঙ্গুলের ব্যথা কিছু কমলেও তা পুরোপুরি সেরে না উঠায় শেষ ম্যাচেও তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের আঙ্গুলে ব্যথা পান সাকিব! যার ফলে চট্টগ্রামে প্রথম টেস্টের পর পুরোপুরি সেরে না উঠায়   ৮ ফেব্রুয়ারি  ঢাকায় দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন সাকিব আল হাসান।