নিদহাস ট্রফির ফাইনালে যাওয়ার লক্ষ্যে আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আজকের এই ম্যাচ দুই দলের জন্যেই গূরত্বপূর্ন। কেননা আজ যেই দল হারবে সেই দলেই বাদ যাবে টুর্নামেন্ট থেকেই। আর সেই ম্যাচে বাংলাদেশ দলের টার্নিং পয়েন্ট হিসেবে আসবে সাকিবের নাম। কেননা এই ম্যাচেই ফিরতে পারেন সাকিব।

এক নজরে দেখেনিন বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-

১) তামিম ইকবাল,

২) লিটন কুমার দাস,

৩) সৌম্য সরকার,

৪) মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),

৫) মাহমুদুল্লাহ রিয়াদ,

৬) সাকিব আল হাসান,

৭) সাব্বির রহমান,

৮) মেহেদি হাসান মিরাজ,

৯) মুস্তাফিজুর রহমান,

১০) রুবেল হোসেন,

১১)আবু হায়দার রনি।