নিদাহাস ট্রফির অঘোষিত সেমি-ফাইনাল ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ১২ রান। টান টান উত্তেজনা পূর্ণ খেলা। প্রথম বল মুস্তাফিজের মাঠার উপর দিয়ে পাঠায় উদানা।  দ্বিতীয় বলেও একই কাহিনি হলে মাহমুদুল্লাহ কে স্ট্রাইকে দিতে গিয়ে রানআউট হয় মোস্তাফিজুর রহমান। তাই স্ট্রাইকে থাকার কথা মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু আম্পায়ার তাকে স্ট্রাইকে থাকতে দিবে না। এই কারণে অধিনায়ক সাকিব আল হাসান মাহমুদউল্লাহ আর রুবেলকে মাঠ ছেটে উঠে আসতে বললেন।

আম্পায়ার আর ম্যাচ রেফারিসহ অন্য কর্মকর্তারা থামালেন তাদেরকে। স্ট্রাইকে থাকলেন মাহমুদউল্লাহ। তৃতীয় বলেই মারলেন বাউন্ডারি। চতুর্থ বলে দুই রান। আর প্রয়োজন ৬ রান। পঞ্চম বলে ইসুরু আদানাকে ছক্কা মেরেই বাংলাদেশকে ২ উইকেটের ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।