
এমনি একটি খবর টুইট করে যানিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া” তিনে মনে করেন, ওয়ার্নার না থাকায় সানরাইজার্স হায়দ্রাবাদকে কম্বিনেশন নিয়েও নতুন করে ভাবতে হবে। চার জন বিদেশি কোটায় অধিনায়ক হিসেবে প্রতিটি ম্যাচ খেলবেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।
এছাড়া হায়দ্রাবাদের নতুন রিক্রুট সাকিব আল হাসান ও আফগান তারকা স্পিনার রাশিদ খানকেও নিয়মিত একাদশে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
টুইট বার্তায় আকাশ চোপড়া আরো বলেছেন, কেন উইলিয়ামসন দলের অধিনায়ক। সাকিব ও রাশিদ খান সব ম্যাচের সেরা একাদশে থাকবেন। আর একটা জায়গা বাকি থাকে বিদেশি কোটায়। এক জায়গা নিয়ে লড়াই হবে দুই অলরাউন্ডার মোহাম্মদ নবী ও কার্লোস ব্র্যাথওয়েটের মধ্যে।
