আর মাত্র কয়েক দিন পর শুরু হতে যাচ্ছে আইপিএল। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর একাদশ আসর। এটি ভারতীয় লিগ হলেও এই লিগ নিয়ে বাংলাদেশের মানুষের উৎসাহ অনেক। কারণ  আইপিএলে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা গেছে সাকিব কে। তবে এই আসর সাকিব খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

চলুন একনজরে দেখে নেয়া যাক সাকিবের হায়দ্রাবাদের ম্যাচের সময়সূচী :

১. ৯ এপ্রিল, হাইদ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস, সময়- রাত ৮:৩০।

২. ১২ এপ্রিল, হাইদ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, সময়-রাত ৮:৩০।

৩. ১৪ এপ্রিল, হাইদ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, সময় – রাত ৮:৩০।

৪. ১৯ এপ্রিল, হাইদ্রাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, সময় – রাত ৮:৩০।

৫. ২২ এপ্রিল, হাইদ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস, সময়- বিকাল ৪:৩০।

৬. ২৪ এপ্রিল, হাইদ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, সময় – রাত ৮:৩০।

৭. ২৬ এপ্রিল, হাইদ্রাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, সময় – রাত ৮:৩০।

৮. ২৯ এপ্রিল, হাইদ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস, সময় – বিকাল ৪:৩০।

৯. ৫ মে, হাইদ্রাবাদ বনাম দিল্লী ডেয়ারডেভিলস, সময় – রাত ৮:৩০।

১০. ৭ মে, হাইদ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গেলুরু, সময় – রাত ৮:৩০।

১১. ১০ মে, হাইদ্রাবাদ বনাম দিল্লী ডেয়ারডেভিলস, সময় – রাত ৮:৩০।

১২. ১৩ মে, হাইদ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস, সময় – বিকাল ৪:৩০।

১৩. ১৫ মে, হাইদ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, সময় – রাত ৮:৩০।

১৪. ১৭ মে, হাইদ্রাবাদ বনাম র‍য়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গেলুরু, সময় – ৮:৩০।