
বাংলাদেশের জন প্রিয় খেলা ক্রিকেট। কেননা বাংলাদেশ জাতীয় ফুটবল দল তেমন কোন উন্নতি করতে পারেনি। কিন্তু ক্রিকেট অনেক উন্নতি করেছে। এবং সকল ভক্তের মনে জায়গা করে নিয়েছে।
তবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও ফুটবলকে ভালোবাসে। সেই ভালোবাসাটি যেমন বাংলাদেশের জন্য আছে ঠিক তেমনি বাহিরের দেশের ফুটবল দল গুলোর জন্য রয়েছে।
সেই ফুটবলকে ভালোবাসে সাকিব, মাশারাফিরাও। সেখানে সাকিব মাশরাফির প্রিয় দল হলো দুই বারের চ্যাম্পিয়ান আর্জেন্টিনা। তাই আর্জেন্টিনার হয়ে কথা বললেন বিশ্বশেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এনিয়ে সাকিব বললেন “আমি তো ভাই আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট এই দলটা কখনোই অত ভাল করেনা, যদিওবা লাস্টবার ফাইনাল খেলেছে। এবং লাস্টবারের দলটা আমার মনে হয় খুব ভাল ছিল, এবারের দলটা নিয়ে আমার কোন আশা নেই, তারপরও ভাল করলে ভাল, আর ভাল না করলেও ব্যাপার না।
একদলকে সাপোর্ট করি বলে এই না যে তাকেই সবসময় জিততে হবে, আমাদের এই মন মানসিক টা একটু চেঞ্জ করা দরকার।”
আসলেই তো একটা দল কে সাপোর্ট করি বলে তা তো না তাকে জিততেই হবে তাই আমাদের সাপোর্টারস দের মন মানুষিকতা পরিবর্তন আনা দরকার ভালোবাসার প্রতি বিষাস আনা দরকার, হারলে গালি জিতলে তালি এই মানুষিকতা থেকে আমাদের বেরোতে হবে।
