আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ক্যাররিয়ারর জুড়েই রয়েছে রেকর্ডের হাতছানি। বাংলাদেশের টেস্ট ও টি টুয়েন্টি দলের অধিনায়ক এবার সানরাইজার্সের জার্সিতেই মাতাবেন আইপিএল। আর আজ তার সামনে রয়েছে নতুন রেকর্ড ছোঁয়ার সুযোগ।

আজ (৯ এপ্রিল) আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের হয়ে খেলতে নামবে সাকিব।রাজস্থানের বিপক্ষে এই ম্যাচে মাত্র ২০ রান করলে টি-২০ ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সব ধরনের টি-২০ ক্রিকেট মিলিয়ে ৩৯৮০ রান করা সাকিবের সামনে আজ সুযোগ আছে ৪ হাজারি ক্লাবে নাম লেখানোর।

সেই সাথে তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়বেন সাকিব। ১৬৭ ম্যাচে ৩০.৩৬ গড়ে তামিমের সংগ্রহ ৪৫৮৫ রান। সর্বোচ্চ ১৩০। ২৫৪ ম্যাচে ২০.৬২ গড়ে ৩৯৮০ রান সাকিবের। সর্বোচ্চ ইনিংসটি ৮৬ রানের।