আইপিএলে প্রতিবার কলকাতার হয়ে খেলেন সাকিব। তবে এবারই প্রথম হায়দ্রবাদের হয়ে খেলছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে তিনি ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ২৯ রান। আবার তুলে নিয়েছেন ২ টি গুরুত্বপূর্ণ উইকেট। যা হায়দ্রাবাদকে ৯ উইকেটের সহজ জয় এনে দেয়।

সাকিব প্রসঙ্গে হায়দ্রাবাদ কোচ মুডি বলেন ,’খুব ভালো লাগে তখন, যখন দেখি নতুনরা দলে এসে দ্রুত মানিয়ে নিচ্ছে। পাশাপাশি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাকিব হায়দ্রাবাদের জার্সিতে প্রথম ম্যাচে মাঠে নেমে দারুণ খেলেছে।  বিশেষ করে বল হাতে সে ছিল অসাধারণ। এছাড়াও বিলি স্ট্যানলেকেও ভালো করেছে।

সানরাইজারর্সের হয়ে প্রথম ম্যাচেই তারা নিজেদের মেলে ধরেছে ব্যাপারটা খুব আনন্দদায়ক আমাদের কাছে।’

আগামীকাল (১৩ এপ্রিল) বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ।