
গতকাল (মঙ্গলবার) আইপিএলে হায়দারাবাদে মুখমুখি হয় মুম্বাই। এই ম্যাচে ১১৮ রানের পুজি নিয়ে ৩১ রানে জয় পায় সাকিবের হায়দ্রাবাদ।
জয়ের দিন রেকর্ড অর্জন করে সাকিব আল হাসান। মুম্বায়ের অধিনায়ক রহিত শার্মার উইকেট নিয়ে এই রেকর্ডে পা রাখেন তিনি।
গতকালের ম্যাচের পর টি২০ ফরম্যাটে সাকিব আল হাসানের কিছু রেকর্ড—
ইতিহাসের ১ম বাহাতি স্পিনার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড।
ইতিহাসের ২য় প্লেয়ার হিসেবে ৪০০০ রান ও ৩০০ উইকেটের মাইলফলক।
মাত্র ৫ম বোলার হিসেবে ৩০০ উইকেটশিকারি।
